বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি পেশা হল ফ্রিল্যান্সিং। বিশেষ করে করনার সময় থেকে আমরা নিজেরা অনেকটাই অনলাইন ভিত্তিক হয়ে পরেছি। যেকোন কাজ এখন আমরা অনলাইন এ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।
ফ্রিল্যান্সিংএর ক্ষেত্রে আমাদের একটি নির্দিষ্ট বিষয়ে স্কিল অর্জন করতে হয় এবং সেই স্কিল নিয়ে অনলাইন মার্কেটপ্লেস এ কাজ করতে হয়। এই স্কিল কিন্তু মানুষ ভেদে আলাদা হতে পারে। যেমন কোডিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং কিংবা ভিডিও ও এনিমেশন এডিটিং, কিংবা মার্কেটিং। সবাই নিজেদের পছন্দ মত সেক্টর নিয়ে কাজ করে থাকে। আজ আমরা আলোচনা করব যে, কেন ফ্রিল্যান্সিংটাকে পেশা হিসেবে নেব ।
- ফ্রিল্যান্সিং পেশা হিসেবে ফ্লেক্সিবল এবং এটি পূর্ণ স্বাধীনতা প্রদান করে।
- ফ্রিল্যান্সারদের নিজেদের সুবিধামত সময়ে যেকোনো জায়গা থেকে কাজ করার সুযোগ রয়েছে।
- ফ্রিল্যান্সিং বিভিন্ন ধরণের প্রজেট এবং ক্লায়েন্ট অফার করে। কাজেই এখানে ভ্যারিয়েশন অনেক বেশি। ফলে এই পেশা নতুন স্কিল অর্জনে সহায়ক হতে পারে।
- এছাড়া ফ্রিল্যান্সারদের সারা বিশ্বের ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ রয়েছে।
- আমি মনে করি আমাদের বর্তমান চাকরির বাজারের চেয়ে ফ্রিল্যান্সিং এ আপনার ইনকাম বেশি।
- আমাদের দেশের অনেক বড় বড় কোম্পানি এই মার্কেটপ্লেস ভিত্তিক কাজ করে থাকে। যেমন ধরুন আমরা ফেব্রুয়ারি মাসে কাজ করেছি ৳৪৫০০০ এর।
- আর নিজের পরিবারের সাথে থেকে কাজ করতে পারাটা সৌভাগ্য বলে মনে করি.
সুতরাং বর্তমান ডিজিটাল দুনিয়ায় নিজেকে সফল হিসেবে গড়ে তুলতে ফ্রিল্যান্সিং শেখা অতি গুরুত্বপূর্ণ। এটি ফ্লেক্সিবিলিটি, সুবিধামত সময়ে কাজের সুযোগ, আর্থিক স্বাধীনতা, নেটওয়ার্কিং এবং সর্বোপরি নিজের ক্যারিয়ারের পথ তৈরি করতে সহায়ক।