বর্তমান যুগে পার্সোনাল ও প্রফেশনাল লাইফে স্কিল ডেভেলপমেন্ট ছাড়া জীবন যাত্রার মান উন্নয়ন করা অত্যন্ত কঠিন। বর্তমা নে চাকরীর বাজারে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতাও দিন দিন বাড়ছে। এই প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখতে হলে স্কিল ডেভেলপ করা অতি জরুরি। যে যত বেশি স্কিল ডেভেলপ করবে, কর্মক্ষেত্রে সে তত এগিয়ে থাকবে।
আসুন জেনে নেই স্কিল ডেভেলপমেন্ট এর গুরুত্ব বা প্রয়োজনীয়তাঃ
আমাদের দেশে অর্জিত গতানুগতিক শিক্ষার সাথে প্রফেশনাল বা কর্পোরেট জবের ধরণ অনেকটাই আলাদা। কাজেই সাধারণ শিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট বিষয়টিতে জোর দিলে প্রফেশনাল লাইফে নিজেকে অন্যদের চাইতে ভিন্নভাবে উপস্থাপন করা যায়। কোন একটি ক্ষেত্রে আপনার স্কিল যত বেশি, প্রফেশনালি আপনার কাজের পরিধি তত বেশি বাড়ানো সম্ভব হবে। দক্ষতা যে শুধু চাকরির বাজারেই গুরুত্বপূর্ণ এমন নয়, ব্যক্তিগত কিংবা সামাজিক ক্ষেত্রেও দক্ষতা উন্নয়নকে সমান গুরুত্ব দেওয়া হয়। স্কিল ডেভেলপ থাকলে বিভিন্ন কাজ স্বল্পসময়ে, অল্প পরিশ্রমে ও দক্ষতার সাথে সম্পন্ন করা সম্ভব।
অন্য সব কাজের পাশাপাশি স্কিল ডেভেলপের জন্যও কতগুলো বিষয় মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
– প্রথমত আপনার নিজের পছন্দ ও শক্তিমত্তা অনুসারে একটি নির্দিষ্ট ফিল্ড বাছাই করতে হবে এবং সেই ফিল্ডে স্কিল ডেভেলপ করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। একজন মানুষের পক্ষে সব বিষয়ে দক্ষ হওয়া অনেকটাই অসম্ভব। কাজেই একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক রেখে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করতে হবে। সেই স্কিল রপ্ত হলে তা নিয়মিত প্র্যাক্টিস করতে হবে। ঐ ফিল্ডে পুরোপুরি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার পরই অন্য স্কিলের দিকে যাওয়া উচিৎ, এর আগে নয়।
– দ্বিতীয়ত, আপনার অবশ্যই শেখার এবং জানার আগ্রহ থাকতে হবে। আপনি যেই স্কিলের ডেভেলপের চেষ্টাই করেন না কেন, মাঝপথে ধৈর্য হারালে বেশি দূর এগোতে পারবেন না। প্রয়োজনে আস্তে আস্তে শুরু করুন, নিজেকে ধাতস্থ হওয়ার সময় দিন।
– তৃতীয়ত, মনে রাখবেন, জ্ঞান ও সাফল্য অর্জনের কোনো শর্টকার্ট নেই। এর জন্যে অনেক চেষ্টা করতে হয়। স্কিল ডেভেলপ করার ক্ষেত্রেও তাই তাড়াহুড়ো করা উচিত নয়। পর্যাপ্ত সময় নিয়ে স্কিল অর্জনের চেষ্টায় মনোযোগী হলে সাফল্য অবশ্যই আসবে ইন শা আল্লাহ।